খুলনার কয়রা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সচেতনতামূলক ফুট পেট্রোলিং পরিচালনা করা হয়েছে।
ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা জনগণকে অবহিত করেন যে, অবৈধ অস্ত্র বহন, মজুত ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে মাদক কারবার, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।
সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ফুটপাত দখল না করা, বাজার ও সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট আসিফ আরাফাত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের জানমাল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই এই ফুট পেট্রোলিংয়ের মূল উদ্দেশ্য। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন ও নিরাপদ সমাজ গঠনে জনগণের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। বাংলাদেশ নৌবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
নৌবাহিনীর এই তৎপরতায় কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে নৌবাহিনীর নিয়মিত টহল অপরাধ প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখছে এবং জনমনে আস্থা তৈরি করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে কয়রা উপজেলাসহ উপকূলীয় এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর টহল, নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি দীর্ঘমেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।




















































