শনিবার | ২৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে

নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক সমাজের প্ল্যাটফর্ম ‘বর্ধিত সাদা দল’ এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বিকেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক ড. মু. শফিকুল ইসলাম (সভাপতি), অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার (সাধারণ সম্পাদক) এবং অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ (সাংগঠনিক সম্পাদক)–এর নেতৃত্বে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।

লিখিত বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে নোবিপ্রবিতে শিক্ষক সমাজের জন্য কোনো কার্যকর ও প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম সক্রিয় ছিল না। এমন বাস্তবতায় শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে ‘বর্ধিত সাদা দল’ সংগঠিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নোবিপ্রবি সাদা দল ২০২০ সাল থেকে বিভিন্ন জাতীয় দিবস, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ একাধিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গত আগস্টের পূর্বে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ মিনারে অবস্থান কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের যৌক্তিক দাবি–দাওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নেন।

‘বর্ধিত সাদা দল’-এর লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় শিক্ষক সমাজের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের সুযোগ–সুবিধা বৃদ্ধি, শিক্ষা–সংক্রান্ত দাবি–দাওয়া যথাযথভাবে উপস্থাপন, একটি সুস্থ, নিরাপদ ও মানবসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা এবং প্রশাসনিক পর্যায়ে গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখা।

বিবৃতিতে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, একাডেমিক ও গবেষণার অবকাঠামো উন্নয়ন, আবাসন ও হলসংক্রান্ত মানোন্নয়ন, নিরাপদ খাদ্য ও পানি সরবরাহ, লাইব্রেরি ও ল্যাব আধুনিকীকরণ, ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, নিয়মিত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, মেডিকেল সেন্টারের উন্নয়ন এবং শিক্ষা–গবেষণায় ইতিবাচক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

‘বর্ধিত সাদা দল’ জানায়, বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি শিক্ষক ও শিক্ষার্থী—এই বিশ্বাস থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার, মানসম্মত শিক্ষা, গবেষণার স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী যেকোনো অপচেষ্টা, অনিয়ম–অব্যবস্থাপনা ও শিক্ষা–বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তিনির্ভর অবস্থান গ্রহণ করা হবে।

বিবৃতিতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার প্রতিও আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু

আপডেট সময় : ০৭:৫২:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক সমাজের প্ল্যাটফর্ম ‘বর্ধিত সাদা দল’ এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বিকেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক ড. মু. শফিকুল ইসলাম (সভাপতি), অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার (সাধারণ সম্পাদক) এবং অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ (সাংগঠনিক সম্পাদক)–এর নেতৃত্বে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।

লিখিত বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে নোবিপ্রবিতে শিক্ষক সমাজের জন্য কোনো কার্যকর ও প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম সক্রিয় ছিল না। এমন বাস্তবতায় শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে ‘বর্ধিত সাদা দল’ সংগঠিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নোবিপ্রবি সাদা দল ২০২০ সাল থেকে বিভিন্ন জাতীয় দিবস, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ একাধিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গত আগস্টের পূর্বে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ মিনারে অবস্থান কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের যৌক্তিক দাবি–দাওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নেন।

‘বর্ধিত সাদা দল’-এর লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় শিক্ষক সমাজের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের সুযোগ–সুবিধা বৃদ্ধি, শিক্ষা–সংক্রান্ত দাবি–দাওয়া যথাযথভাবে উপস্থাপন, একটি সুস্থ, নিরাপদ ও মানবসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা এবং প্রশাসনিক পর্যায়ে গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখা।

বিবৃতিতে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, একাডেমিক ও গবেষণার অবকাঠামো উন্নয়ন, আবাসন ও হলসংক্রান্ত মানোন্নয়ন, নিরাপদ খাদ্য ও পানি সরবরাহ, লাইব্রেরি ও ল্যাব আধুনিকীকরণ, ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, নিয়মিত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, মেডিকেল সেন্টারের উন্নয়ন এবং শিক্ষা–গবেষণায় ইতিবাচক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

‘বর্ধিত সাদা দল’ জানায়, বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি শিক্ষক ও শিক্ষার্থী—এই বিশ্বাস থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার, মানসম্মত শিক্ষা, গবেষণার স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী যেকোনো অপচেষ্টা, অনিয়ম–অব্যবস্থাপনা ও শিক্ষা–বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তিনির্ভর অবস্থান গ্রহণ করা হবে।

বিবৃতিতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার প্রতিও আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।