নিউজ ডেস্ক:
আগামী ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথমবারের মতো জেলায় জেলায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ মেলায় অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএসইসি জানিয়েছে, দেশের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগ গ্রহণ, বাস্তবায়ন ও উন্নয়ন সম্পর্কিত তথ্য জনগণের কাছে তুলে ধরতে সরকার যে উন্নয়ন মেলা করতে যাচ্ছে তাতে বিএসইসি প্রথমবারের মতো ২৮টি জেলায় অংশ নেবে। যেখানে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ আছে, সেখানকার জেলাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।
জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, ফরিদপুর, বরিশাল, পাবনা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, খুলনা, ফেনী, যশোর, জামালপুর, সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাক্ষণবাড়িয়া।
সূত্র আরো জানিয়েছে, মেলায় পুঁজিবাজার নিয়ে সরকারের গৃহীত ও বাস্তবায়িত পদক্ষেপ অর্থাৎ পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও বিনিয়োগ ব্যবস্থা তুলে ধরা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি কমিটিও গঠন করা হয়েছে। মেলাসংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড ওই কমিটি পরিচালনা করবে।
জানা গেছে, ইতোমধ্যে গঠিত ওই কমিটি পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে উপ-কমিটি গঠন করে এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তিন দিনের এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা, বিনিয়োগে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাজার সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ থাকবে।