নারী সৃষ্টির প্রথম থেকেই ক্ষমতাশীল : ‌শাহরুখ

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৫:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘‌ক্ষমতায়নে নারী’‌–এই প্রচলিত কথায় বিশ্বাসী নন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি বিশ্বাস করেন, ‌নারী সৃষ্টির প্রথম থেকেই যথেষ্ট ক্ষমতাশীল। এই সমাজে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীও তার সমান জায়গা তৈরি করে নিতে পারেন।

শাহরুখ বলেন, ‘‌নারীর ক্ষমতায়নের কথা উঠলেই আমার কাছে মনে হয় ‘বিশ্বকে বাঁচানো‌র মতো বিষয়। কিন্তু আসলে বিশ্বই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক তেমনই নারীকে ক্ষমতা প্রদান করতে হবে এ কথা ঠিক নয়, নারীর মধ্যে ক্ষমতা প্রথম থেকেই রয়েছে। শুধু তাকে নিজের ক্ষমতা প্রর্দশনের সুযোগ করে দিতে হবে। ’‌

তিনি বিশ্বাস করেন পুরুষই সমাজকে শাসন করছে। তিনি আরও বলেন, ‘‌খুবই দুঃখজনক যে এটা পুরুষ শাসিত সমাজ। দীর্ঘদিন ধরে এটাই আমরা মেনে চলেছি। এবার দৃশ্যটা একটু বদলানো দরকার। একজন নারী তার সংসারের সঙ্গে সঙ্গে সমাজকেও পরিচালিত করার দক্ষতা রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী সৃষ্টির প্রথম থেকেই ক্ষমতাশীল : ‌শাহরুখ

আপডেট সময় : ১১:৪৫:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

‘‌ক্ষমতায়নে নারী’‌–এই প্রচলিত কথায় বিশ্বাসী নন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি বিশ্বাস করেন, ‌নারী সৃষ্টির প্রথম থেকেই যথেষ্ট ক্ষমতাশীল। এই সমাজে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীও তার সমান জায়গা তৈরি করে নিতে পারেন।

শাহরুখ বলেন, ‘‌নারীর ক্ষমতায়নের কথা উঠলেই আমার কাছে মনে হয় ‘বিশ্বকে বাঁচানো‌র মতো বিষয়। কিন্তু আসলে বিশ্বই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক তেমনই নারীকে ক্ষমতা প্রদান করতে হবে এ কথা ঠিক নয়, নারীর মধ্যে ক্ষমতা প্রথম থেকেই রয়েছে। শুধু তাকে নিজের ক্ষমতা প্রর্দশনের সুযোগ করে দিতে হবে। ’‌

তিনি বিশ্বাস করেন পুরুষই সমাজকে শাসন করছে। তিনি আরও বলেন, ‘‌খুবই দুঃখজনক যে এটা পুরুষ শাসিত সমাজ। দীর্ঘদিন ধরে এটাই আমরা মেনে চলেছি। এবার দৃশ্যটা একটু বদলানো দরকার। একজন নারী তার সংসারের সঙ্গে সঙ্গে সমাজকেও পরিচালিত করার দক্ষতা রাখেন।