মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বহুল আলোচিত ‘১এমডিবি’ দুর্নীতি মামলায় শুক্রবার দোষী সাব্যস্ত হয়েছেন।
ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় তহবিল থেকে কয়েকশ কোটি ডলার লুটপাটের দায়ে এই রায় দেওয়া হয়।
পুত্রাজায়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রায় প্রদানকালে বিচারক কলিন লরেন্স সিকেরাহ বলেন, ‘আমি দেখতে পাচ্ছি যে, প্রসিকিউশন পক্ষ আসামির বিরুদ্ধে প্রথম অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।’
তিনি আরো বলেন, সে কারণে আসামিকে প্রথম অভিযোগে দোষী সাব্যস্ত করছি।
























































