এই নৌকায় চড়লেই ওজন কমবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিজের পছন্দের পোশাকগুলো আলমারির কোণাতেই পড়ে আছে? নিজেকে আয়নার সামনে দাঁড়ালেই মন খারাপ হয়ে যাচ্ছে? ভালো খাবার দেখলে আগেই ক্যালরির কথা মাথায় আসছে? কিন্তু তাও সময়ের অভাবে ওজন কমানো হচ্ছে না। এমন পরিস্থিতি আমাদের অনেকেরই চেনা। কয়েকদিন জিম করলেও সেটা সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। সুতরাং ওজন কমানোর জায়গায় বেড়েই চলেছে।

তবে কত সহজে ওজন কমানো যায় তা দেখিয়ে দিয়েছে ইতালির ‘কার্লো রাট্টি অ্যাসোসিয়াটি’। এই সংস্থা একটি নৌকা বানিয়েছে, যাতে উঠলেই ওজন কমে যাবে। নৌকার মধ্যেই রয়েছে জিম। তবে এই নৌকায় চড়লেই যাত্রীকে ওয়ার্কআউট করতে হবে। যাত্রীদের শক্তিতেই এই নৌকা চলে। ওয়ার্কআউটের মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় সে শক্তিই এই নৌকাকে চালিয়ে নিয়ে যায়। তাই ওয়ার্কআউট করা থামিয়ে দিলে আটকে পড়তে হবে মাঝনদীতে।নৌকাটি দৈর্ঘ্যে ৬৫ ফুট লম্বা এবং ৪৫ জন যাত্রী বহন করতে পারে। প্যারিসের সিন নদীর উপর চলবে নৌকাটি।

ট্যাগস :

এই নৌকায় চড়লেই ওজন কমবে !

আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

নিজের পছন্দের পোশাকগুলো আলমারির কোণাতেই পড়ে আছে? নিজেকে আয়নার সামনে দাঁড়ালেই মন খারাপ হয়ে যাচ্ছে? ভালো খাবার দেখলে আগেই ক্যালরির কথা মাথায় আসছে? কিন্তু তাও সময়ের অভাবে ওজন কমানো হচ্ছে না। এমন পরিস্থিতি আমাদের অনেকেরই চেনা। কয়েকদিন জিম করলেও সেটা সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। সুতরাং ওজন কমানোর জায়গায় বেড়েই চলেছে।

তবে কত সহজে ওজন কমানো যায় তা দেখিয়ে দিয়েছে ইতালির ‘কার্লো রাট্টি অ্যাসোসিয়াটি’। এই সংস্থা একটি নৌকা বানিয়েছে, যাতে উঠলেই ওজন কমে যাবে। নৌকার মধ্যেই রয়েছে জিম। তবে এই নৌকায় চড়লেই যাত্রীকে ওয়ার্কআউট করতে হবে। যাত্রীদের শক্তিতেই এই নৌকা চলে। ওয়ার্কআউটের মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় সে শক্তিই এই নৌকাকে চালিয়ে নিয়ে যায়। তাই ওয়ার্কআউট করা থামিয়ে দিলে আটকে পড়তে হবে মাঝনদীতে।নৌকাটি দৈর্ঘ্যে ৬৫ ফুট লম্বা এবং ৪৫ জন যাত্রী বহন করতে পারে। প্যারিসের সিন নদীর উপর চলবে নৌকাটি।