চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ ও খেলাঘর সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ বোরহান উদ্দিন মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল আলম রুবেল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ জাহিদ হোসেন, জেলা শিক্ষা পরিদর্শক সুমন খান ও সমাজসেবক সোহেল আহমেদ। বক্তারা বলেন, শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের জন্য এক ধরনের অনুপ্রেরণা, যা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সোহেল আহমেদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ আবুল হোসাইন বেপারী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাহালুল শাহ, রহিমা বেগম, রুপালী মন্ডল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মহসিন বেপারী, বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎসাহী সদস্য মাহবুব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।















































