ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও চাঁদপুর জেলার পাঁচটি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর
মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে।
এরমধ্যে চাঁদপুর-১ আসনে ৬ জন, চাঁদপুর-২ আসনে ৮ জন, চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-৪ আসনে ৮ জন, চাঁদপুর-৫ আসনে ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম সরকার।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি, প্রচার-প্রচারণার নিয়মাবলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকার ও প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মতবিনিময় সভা শেষে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।
প্রতিক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন : চাঁদপুর-১ (কচুয়া): আসনে বিএনপি মনোনীত প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন ( ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ(দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির হাবিব খান(লাঙ্গল), গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন(ট্রাক)(উদীয়মান সূর্য), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ নাছির উদ্দিন(মোমবাতি), গণফোরামের মোহাম্মদ আজাদ হোসেন (উদীয়মান সূর্য),।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন(ধানের শীষ), ১০ দলীয় জোট (এলডিপি) মো. বিল্লাল হোসেন(ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মানসুর(হাতপাখা), জাতীয় পার্টি মো. এমরান হোসেন মিয়া(লাঙ্গল), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. ফয়জুন্নুর(হাতি), গণঅধিকার পরিষদ মো. গোলাপ হোসেন(ট্রাক), বাংলাদেশ লেবার পার্টি নাসিমা নাজনিন সরকার(আনারস), নাগরিক ঐক্য মো. এনামুল হক(কেটলি)।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর): আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. শাহজাহান মিয়া(দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. জয়নাল আবেদিন শেখ(হাতপাখা), গণফোরাম সেলিম আকবর(উদীয়মান সূর্য), গণঅধিকার পরিষদ মো. জাকির হোসেন(ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এ. এইচ. এম আহসান উল্লাহ(মোমবাতি)), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মো. জাহাঙ্গীর হোসেন(কাস্তে) ।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ(ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী(দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি মাহমুদ আলম(লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মকবুল হোসাইন(হাতপাখা), স্বতন্ত্র এম এ হান্নান(চিংড়ি), গনফোরাম মো. মুনির চৌধুরী(উদীয়মান সূর্য), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আব্দুল মালেক বুলবুল(মোমবাতি), স্বতন্ত্র জাকির হোসেন(ঘুড়ি)।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মমিনুল হক(ধানের শীষ), ১০ দলীয় জোট (এলডিপি) মো. নেয়ামুল বশির(ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ আলী পাটোয়ারি (হাতপাখা), জাতীয় পার্টি মির্জা গিয়াস উদ্দিন(লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী(চেয়ার), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. মাহমুদ হাসান নয়ন(আপেল) ।
এদিকে প্রার্থীরা নেতা কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকেই জড়ো হন। এতে করে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর মুখর পরিবেশ সৃষ্টি হয়।


















































