এখন নিজেকে হ্যান্ডসাম ভাবছেন শাহরুখ!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জনপ্রিয় সাময়িকী জিকিউ এর ভারতীয় সংস্করণের ২০১৭ সংখ্যায় জায়গা পেয়েছেন শাহরুখ খান। বলিউডের বাদশার সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। ৫০ পেরিয়ে এখনো তিনি লাখো তরুণীর স্বপ্নপুরুষ। কিন্তু শাহরুখের ভাবনা ভিন্ন।

জিকিউ সাময়িকীতে জায়গা পেয়ে তিনি এতই আনন্দিত হয়েছেন যে মুখ ফুটে বলে দিয়েছেন, এখন ‘নিজেকে তার হ্যান্ডসাম লাগছে। ‘ আর তিনি নাকি কখনই ভাবতেই পারেননি, এই সাময়িকীর প্রচ্ছদে জায়গা পেতে পারেন। এজন্য সাময়িকীটিকে ধন্যবাদ জানিয়েছেন।

সাময়িকীতে ছাপানো নিজের ছবি ফেসবুকে শেয়ার করেই এসব কথা লিখেছেন শাহরুখ। তার এক ভক্ত অবশ্য পাল্টা লিখেছেন, আপনি এমনিতেই হ্যান্ডসাম। নিজেকে হ্যান্ডসাম প্রমাণ করতে জিকিউ সাময়িকীতে জায়গা পেতে হবে, এমন কোনো কথা নেই।

ট্যাগস :

এখন নিজেকে হ্যান্ডসাম ভাবছেন শাহরুখ!

আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

জনপ্রিয় সাময়িকী জিকিউ এর ভারতীয় সংস্করণের ২০১৭ সংখ্যায় জায়গা পেয়েছেন শাহরুখ খান। বলিউডের বাদশার সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। ৫০ পেরিয়ে এখনো তিনি লাখো তরুণীর স্বপ্নপুরুষ। কিন্তু শাহরুখের ভাবনা ভিন্ন।

জিকিউ সাময়িকীতে জায়গা পেয়ে তিনি এতই আনন্দিত হয়েছেন যে মুখ ফুটে বলে দিয়েছেন, এখন ‘নিজেকে তার হ্যান্ডসাম লাগছে। ‘ আর তিনি নাকি কখনই ভাবতেই পারেননি, এই সাময়িকীর প্রচ্ছদে জায়গা পেতে পারেন। এজন্য সাময়িকীটিকে ধন্যবাদ জানিয়েছেন।

সাময়িকীতে ছাপানো নিজের ছবি ফেসবুকে শেয়ার করেই এসব কথা লিখেছেন শাহরুখ। তার এক ভক্ত অবশ্য পাল্টা লিখেছেন, আপনি এমনিতেই হ্যান্ডসাম। নিজেকে হ্যান্ডসাম প্রমাণ করতে জিকিউ সাময়িকীতে জায়গা পেতে হবে, এমন কোনো কথা নেই।