শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

উচ্চ হারে সুদ নেওয়া হচ্ছে এসএমই লোনে !

নিউজ ডেস্ক:

কম সুদে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) লোন উদ্যোক্তাদের প্রদান করতে বাংলাদেশ বাংকের নির্দেশনা থাকলেও এখনো অনেক ব্যাংক উচ্চ হারে সুদ নিচ্ছে এসএমই লোনে।

গত বৃহস্পতিবার দুপুরে মতিঝিল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও  স্টান্ডিং কমিটি  অন এসএমই ফাইন্যান্সিং এর আায়োজনে এফবিসিসিআই মিলনায়তনে ‘এসএমই খাতে অর্থায়ন : সমস্যা ও উত্তরণ’ শীর্ষক সেমিনার এ অভিযোগ করেন দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা।

উদ্যোক্তারা বলেন, ‘বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক এক সার্কুলারে এসএমই খাতে ঋণের সুদ হারের স্প্রেড সর্বোচ্চ ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বললেও বেশির ভাগ ব্যাংক এখন পর্যন্ত এসএমই লোন দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুদ (১২ থেকে ১৩ শতাংশ) গ্রহণ করছে। যার মধ্যে রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংকও রয়েছে।’

এ সময় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা হলো অর্থনীতির প্রবৃদ্ধির হারকে সমর্থন করা এবং জিডিপি হারকে বৃদ্ধি করা। তবে এখানে এসে আমার মনে হলো, বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় কাজ হবে এসএসই খাতে উন্নয়ন নিশ্চিত করা। তাই আমাদের এখন কাজ হচ্ছে এসএমই খাতকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়ার জন্য এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।’

তিনি বলেন, ‘২০১২ সালে ব্যাংক কেলেঙ্কারি হয়েছে। সে সময় তারা (ব্যাংক) ঋণ দিতে ভয় পেত। কিন্তু আমি তখন বলেছি গ্রহীতাদের ঋণ দেবেন এ ক্ষেত্রে আপনাদের মনিটরিংও বাড়াতে হবে। ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে আরো সাহসী হতে হবে। এ খাতে সাহসিকতার বিকল্প নেই।’
ফজলে কবির আরো বলেন, ‘ঋণ নেওয়ার যে নিয়ম-কানুন আছে সে সম্পর্কে গ্রহীতাদের ঋণ গ্রহণের প্রক্রিয়া জানতে হবে। প্রয়োজনে তাদের বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular