নিউজ ডেস্ক:
শীত বাড়ার সাথে সাথে কাঁচাবাজারে বাড়ছে, শীতকালীন সবজির পরিমাণ। সরবরাহ ভালো থাকায় দামও রয়েছে সহনীয় পর্যায়ে। এজন্য বিক্রেতারা নাখোশ হলেও স্বস্তিতে ক্রেতারা। এদিকে, সরবরাহ ভালো থাকার পরও সবধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত।
কুয়াশা ঢাকা শীতের সকালে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম থাকে রাজধানীর কাঁচাবাজারগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা দোকান সাজান, শীম, টমেটো, ফুলকপি, মুলা’সহ শীতকালীন নানা সবজি দিয়ে। চাহিদার তুলনায় যোগান বাড়ায় কমতির সবজির দাম
তবে চড়া মাছের বাজার। রুই, কাতলা, টেংরা’সহ সবধরনের মাছের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। দাম বেড়েছে ইলিশ মাছেরও।
অবশ্য মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে, মিশ্রপ্রতিক্রিয়া।
এদিকে, হঠাৎ করে কেজিতে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগীর দাম। গেল সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার ১৪০ টাকায় বিক্রি হলেও বিক্রি হচ্ছে, ১৫৫ টাকায়।
দামে হেরফের নেই খাসি ও গরুর মাংসের। গরুর মাংস প্রতিকেজি ৪৪০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।