শেরপুরে (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), ‘বাঁধন’ শেরপুর সরকারি কলেজ ইউনিট এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিতহয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজের অভিভাবক ছাউনিতে এ কর্মসূচির উদ্বোধন হয়।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ হোসেন আকন্দ, বাঁধন এর কেন্দ্রীয় সভাপতি মো. শামীম গাজী ও বিভিন্ন বিভাগের শিক্ষরা উপস্থিত ছিলেন।
বাঁধন, শেরপুর সরকারি কলেজ ইউনিটের আহ্বায়ক কারিমুল ইসলাম বলেন, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বলেন, বাঁধনের এই ধরনের মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। আমাদের সকলের এগিয়ে আসা উচিত।
এসময় শেরপুর সরকারি কলেজ পরিবারের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাওন, সাবিকুন্নাহার ইতিমনি, সদস্য সচিব ফয়সাল আহমেদসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও আনন্দমোহন কলেজের বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।