চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
দেশের স্বাস্থ্যসেবা খাতে অ্যাসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়
…ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) চাঁদপুর ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অ্যাসোসিয়েশনের দেড় শাতধিক সদস্য অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চেয়ারম্যানম ড্যাব এর সহ সভাপতি, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল্যাব এইড গ্রপের ব্যবস্থাপনা পরিচালনা, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন মহাসচিব ডাঃ এ এম শামীম।
সংগঠনের সভাপতি ডাঃ এস এম সহিদ উল্যাহ সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মোকাদেছ আলী মজুমদার শাহীন , সিইও সাবেক যুগ্ম সচিব ড. আলী আকবর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ফয়সল, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর খান, ডাঃ সৈয়দা বরুন নাহার চৌধূরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। সরকারিভাবে সীমিত স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল, উন্নত যন্ত্রপাতি এবং মানসম্মত ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রাইভেট স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরো বলেন চাঁদপুর হলো একটি মডেল, যা অন্য জেলার থেকে ভিন্ন। সকলের সহযোগিতায় আমরা চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। আজকে সরকারী কর্মকর্তারা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে বলেন এটা নেই, ওটা নেই। তবে কেউ মেয়াদ উত্তীন জিনিস রাখবেন না। কিভাবে হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টারগুলোকে কিভাবে এগিয়ে নেয়া যায় তার জন্য আমরা কাজ করছি। আমরা মানহীন কোন হাসপাতাল ও ডায়গনন্টিকের দায় সমিতি নিবে না। মানহীনগুলোর বিরুদ্ধে একত্রিত হয়ে সমিতি ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রধান অতিথি স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি রোগীবান্ধব সেবা, যৌক্তিক ফি নির্ধারণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারের নীতিমালা অনুসরণ করে প্রাইভেট স্বাস্থ্যখাতের উন্নয়নে অ্যাসোসিয়েশনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন ও সংগঠনের সদস্য মোঃ ইউনুস উল্লাহর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুরের সংগঠনের নব নির্বাচিত সভাপতি ডাঃ মোঃ মোবারক হোসেন চৌধুরী।
সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপন করা হয়। সংঠনের সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান সাবেক সিভিল সাজন ডাঃ এম জি ফারুক ভুইয়া নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন।
সাধারণ সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য বিজয় চন্দ্র সরকার ও কোরআন তেলাওয়াত করেন আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নেসার আহমেদ।
ছবির ক্যাপশন: শনিবার (১২ ডিসেম্বর) চাঁদপুর ক্লাবে চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।




















































