নিউজ ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নাম চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার আবারও বৈঠকে বসবে এ লক্ষ্যে গঠিত ৬ সদস্যের সার্চ কমিটি।
এর আগে, বুধবার দেশের চারজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সার্চ কমিটি। এদিন বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ মতবিনিময় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে শেষ হয়।
যে চার বিশিষ্ট নাগরিক অনুসন্ধান কমিটিতে মতামত জানিয়েছেন তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।