সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বিলধলী এলাকায় খড়ের পালা দেওয়া ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন— একই গ্রামের মৃত চান্দ আলীর ছেলে নুরু সেখ (৭০), আবু কালামের স্ত্রী তানিয়া (২৫), নুরুর ছেলে ইউসুফ (১৯), ইয়াছিনের ছেলে সবুজ (১৫), নজর প্রামানিকের ছেলে কালাম ও বক্কার। এদের মধ্যে দুজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে আরিফ, পিন্টু, জালাল, শরিফ, ইসহাক, মাহিম ও খাদিজা নামের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এতে ইউসুফের ওপর ছাত্রলীগ নেতা আরিফ মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। রানাকে মাহিম বাঁশ দিয়ে মারধর করেন এবং সবুজকে পিন্টু ও খাদিজা মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া নুরু সেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, শাওমি মোডেলের একটি মোবাইল সেট ভেঙ্গে ফেলে এবং হামলাকারীরা ঘর ভেঙে প্রায় দুই লাখ টাকা নগদ ও এক ভরি স্বর্ণের তিনটি গহনা নিয়ে যায় যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যেরা বলেন, নুরু সেখ ও তার আত্মীয় স্বজনরা দীর্ঘ কয়েক যুগ ধরে ওই জমি ভোগদখলে রয়েছে। মাত্র ১ ডেসিম্যাল জমি অবৈধভাবে দখলের চেষ্টা থেকেই এই বিরোধের সূত্রপাত। গৃহপালিত গরুর খাদ্যের জন্য প্রতি বছরের মতো খড়ের পালা দিতে গেলে আগে থেকেই অভিযুক্তরা মারমুখী আচরণ শুরু করে এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালায়।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ওই এলাকার ঘটনা মৌখিকভাবে জানতে পেরেছি তবে অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




















































