বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo ঝিনাইদহে চাকরীর প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo শেরপুরে সেবার আলোর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার”

শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বিলধলী এলাকায় খড়ের পালা দেওয়া ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন— একই গ্রামের মৃত চান্দ আলীর ছেলে নুরু সেখ (৭০), আবু কালামের স্ত্রী তানিয়া (২৫), নুরুর ছেলে ইউসুফ (১৯), ইয়াছিনের ছেলে সবুজ (১৫), নজর প্রামানিকের ছেলে কালাম ও বক্কার। এদের মধ্যে দুজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে আরিফ, পিন্টু, জালাল, শরিফ, ইসহাক, মাহিম ও খাদিজা নামের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এতে ইউসুফের ওপর ছাত্রলীগ নেতা আরিফ মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। রানাকে মাহিম বাঁশ দিয়ে মারধর করেন এবং সবুজকে পিন্টু ও খাদিজা মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নুরু সেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, শাওমি মোডেলের একটি মোবাইল সেট ভেঙ্গে ফেলে এবং হামলাকারীরা ঘর ভেঙে প্রায় দুই লাখ টাকা নগদ ও এক ভরি স্বর্ণের তিনটি গহনা নিয়ে যায় যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যেরা বলেন, নুরু সেখ ও তার আত্মীয় স্বজনরা দীর্ঘ কয়েক যুগ ধরে ওই জমি ভোগদখলে রয়েছে। মাত্র ১ ডেসিম্যাল জমি অবৈধভাবে দখলের চেষ্টা থেকেই এই বিরোধের সূত্রপাত। গৃহপালিত গরুর খাদ্যের জন্য প্রতি বছরের মতো খড়ের পালা দিতে গেলে আগে থেকেই অভিযুক্তরা মারমুখী আচরণ শুরু করে এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালায়।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ওই এলাকার ঘটনা মৌখিকভাবে জানতে পেরেছি তবে অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের

শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

আপডেট সময় : ০৯:৪১:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বিলধলী এলাকায় খড়ের পালা দেওয়া ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন— একই গ্রামের মৃত চান্দ আলীর ছেলে নুরু সেখ (৭০), আবু কালামের স্ত্রী তানিয়া (২৫), নুরুর ছেলে ইউসুফ (১৯), ইয়াছিনের ছেলে সবুজ (১৫), নজর প্রামানিকের ছেলে কালাম ও বক্কার। এদের মধ্যে দুজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে আরিফ, পিন্টু, জালাল, শরিফ, ইসহাক, মাহিম ও খাদিজা নামের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এতে ইউসুফের ওপর ছাত্রলীগ নেতা আরিফ মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। রানাকে মাহিম বাঁশ দিয়ে মারধর করেন এবং সবুজকে পিন্টু ও খাদিজা মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নুরু সেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, শাওমি মোডেলের একটি মোবাইল সেট ভেঙ্গে ফেলে এবং হামলাকারীরা ঘর ভেঙে প্রায় দুই লাখ টাকা নগদ ও এক ভরি স্বর্ণের তিনটি গহনা নিয়ে যায় যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যেরা বলেন, নুরু সেখ ও তার আত্মীয় স্বজনরা দীর্ঘ কয়েক যুগ ধরে ওই জমি ভোগদখলে রয়েছে। মাত্র ১ ডেসিম্যাল জমি অবৈধভাবে দখলের চেষ্টা থেকেই এই বিরোধের সূত্রপাত। গৃহপালিত গরুর খাদ্যের জন্য প্রতি বছরের মতো খড়ের পালা দিতে গেলে আগে থেকেই অভিযুক্তরা মারমুখী আচরণ শুরু করে এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালায়।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ওই এলাকার ঘটনা মৌখিকভাবে জানতে পেরেছি তবে অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।