বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
নির্বাচন ও গণভোট উপলক্ষে গণ সচেতনতা সৃষ্টির জন্য গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারী রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল,সহকারি নির্বাচন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার,একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। শেষে কর্মকর্তাদের হাতে লিফলেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উল্লেখ্য, নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা জুড়ে গণ সচেতনতা সৃষ্টির জন্য উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্মকর্তা ও স্থানীয় সর্বসাধারণের মানুষদের ব্যাপক প্রচার ও প্রচারণার জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছেন পলাশবাড়ী উপজেলা প্রশাসন।






















































