এ সপ্তাহের রাশিফল (২৩-২৯ মার্চ)

0
73

নিউজ ডেস্ক:

২৩ থেকে ২৯ মার্চ ২০১৯ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস

(জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।)

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : যেকোনো ধরনের সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন। কাউকে কথা দেওয়ার আগে চিন্তা করুন। আর কথা দিলে অবশ্যই তা রক্ষা করুন। এমন কিছু করা ঠিক হবে না যার জন্যে পরবর্তীতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে। গোপনসূত্রে কোনো তথ্য পেতে পারেন। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ভ্রমণ হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : সাময়িকভাবে প্রতিকূল কোনো পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। অন্যকে দোষ দেওয়া নয়, দায়িত্ব নিতে শিখুন। তবে আপনি ধাপে ধাপে সাফল্যের শিখরে পৌঁছবেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। প্রেম রোমাঞ্চ শুভ। আইনগত বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : শিক্ষার্থীদের পড়াশোনায় আরো সময়ানুবর্তী হওয়ার প্রয়োজন আছে। অসৎ উপায় অবলম্বন কারো কারো দুর্ভাবনার কারণ হতে পারে। ফটকা কারবারে ঝুঁকির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে এমন কিছু করা ঠিক হবে না যাতে পরবর্তীতে তা অনুশোচনার কারণ হয়। সন্তানের বিষয়ে চিন্তা বাড়তে পারে। শরীর স্বাস্থ্য সাময়িকভাবে কম ভালো যেতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : আপনার কোনো মনের আশা পূরণ বিলম্বিত হতে পারে। হাতের কাজ সঠিক সময়ে ভালোভাবে করার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্যের ব্যাপারে চিন্তিত হতে পারেন। পারিবারিক ভুল বোঝাবুঝি দূর করতে সরাসরি কথা বলুন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। কারো প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : নতুন কোনো পরিকল্পনার জন্য সময়টি ভালো হলেও বাস্তবায়নের জন্যে কিছুটা সময় অপেক্ষার প্রয়োজন হতে পারে। ভ্রমণ ও যোগাযোগমূলক কাজে কোনো ধরনের চ্যালেঞ্জ দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনায় মতামত প্রকাশের সুযোগ পেতে পারেন। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ সঞ্চয়ের সুযোগ পেতে পারেন। রাগের মাথায় কারো সঙ্গে দুর্ব্যবহার না করলে ভালো করবেন। ঠাণ্ডা মাথায় যেকোনো পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করুন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। মানসিকভাবে চাঙা অনুভব করবেন। প্রিয়জনের সঙ্গে দেখা হতে পারে। বিশেষ কোনো রঙয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। সু্ন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন। যোগাযোগমূলক কাজে সাফল্য আশা করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : যেকোনো কিছু বুঝে শুনে করুন। না বুঝে কোনো বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। সাময়িকভাবে কারো কারো শরীর কম ভালো যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। পাওনা আদায় হতে পারে। কোনো প্রতিভা কাজে লাগানোর ‍সুযোগ পেতে পারেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : প্রিয়জনের সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হতে পারে। বড় ভাইবোনের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ কিংবা সহযোগিতা আশা করতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে। প্রতিটি কাজ বুঝেশুনে সময়মতো করার চেষ্টা করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : পেশাগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। কর্মস্থলে পদস্থদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কারো কারো আয় উপার্জন বাড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা আশা করতে পারেন। ঋণমুক্ত থাকতে চাইলে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : দূরে কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক কিংবা ধর্মীয় জ্ঞান সম্পন্ন কারো সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। কারো কারো তীর্থ ভ্রমণ হতে পারে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা লাভ করবেন। পেশাক্ষেত্রে কোনো সুখবর আশা করতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : সাময়িকভাবে মানসিক চাপ বাড়তে পারে। নিজ ভুলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেকোনো বিশেষ কাজে কিংবা সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞ কারো পরামর্শ নিলে ভালো করবেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্যোন্নয়নে বিশেষ কারো দিকনির্দেশনা পেতে পারেন। পেশাগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন।