নীলকণ্ঠ ডেস্ক: ড্রপ অফ ব্লাড, ভাতগ্রাম ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং ফ্যামিলি হেলথকেয়ার এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি।
এই কর্মসূচিতে সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়, সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ফ্রী মেডিকেল চেক-আপ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ফ্যামিলি হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল সালেহীন (রনি) বলেন, রক্তদান একটি মানবিক দায়িত্ব, যা অসংখ্য প্রাণ রক্ষা করতে পারে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সমাজের কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। এছাড়া ডিরেক্টর অপারেশন মো: আহসান হাবীব রকি বলেন, রক্তদান বাঁচাতে পারে একটি জীবন। যা মনবতাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে আর সুস্থতা নিশ্চিত হবে প্রতিটি ঘরে।

এই অনুষ্ঠানে, ড্রপ অফ ব্লাড এর মানবাধিকার কর্মী মোহাম্মদ শোয়াইব বলেন-আমরা নিয়মিত ভাবে গত প্রায় ২ বছর ধরে সেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করে আসছি আপনাদের সহযোগিতায়। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক ও সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানাই। এছাড়া, মো: সিজান আকন্দ বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি ফোঁটা রক্ত একটি জীবনের আশা। আমাদের লক্ষ্য হলো রক্তদানের মাধ্যমে মানবতার সেবা করা এবং সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক কর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রায় ২ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, বহু তরুণকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য কাজ করেন শাওন, মেহেদী, তাহসিন, ফাহীম প্রমুখ সহ ড্রপ অফ ব্লাড, ভাতগ্রাম ব্লাড ডোনার সোসাইটি সকল সেচ্ছাসেবী সদস্যবৃন্দ। এবং ফ্যামিলি হেলথকেয়ারের ম্যানেজার মো: রাখু মিয়া ও রাজিন সালেহ।
উল্লেখ্য, ড্রপ অফ ব্লাড, ভাতগ্রাম ব্লাড ডোনার সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারা নিয়মিত রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে।