কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন
খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম বলেছেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের শক্তিই হলো গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে রাষ্ট্রীয় গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির প্রধান লক্ষ্য।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতির বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড. মোমরেজুল ইসলাম আরও বলেন, “বিএনপি কখনোই সহিংসতা বা ষড়যন্ত্রের পথে বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি। দেশের বর্তমান সংকট কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নুরুল ইসলাম খোকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা মো. শরিফুল আলম, কোহিনূর ইসলাম, সরদার মতিয়ার রহমান, এফ এম মনিরুজ্জামান, শহিদুল্লাহ শাহিন, ফয়জুল করিম খোকন, আবুল বাসার ডাবলু, মোল্লা ইয়াকুব আলী, মনজুর মোর্শেদ, ডা. নুর ইসলাম খোকন, রবিউল ইসলাম, অ্যাড. আজিম, অ্যাড. নারায়ন মন্ডল, অ্যাড. প্রমথ কুমার মন্ডল, মুনছুর আলী ও মিজানুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।