শুক্রবার | ৩১ অক্টোবর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর Logo চাকরির শেষ কর্মদিবসেই মৃত্যুবরণ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Logo সিরাজগঞ্জের সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার রহস্যময় লেনদেনে তদন্তে সিআইডি Logo সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মাদক ব্যবসায়ী খুনে পিবিআইয়ের হাতে দুই আসামি গ্রেফতার Logo সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক করেছে কোস্ট গার্ড Logo ইবি শিক্ষার্থীর অকাল মৃত্যু  Logo সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার Logo চুয়াডাঙ্গা পৌর শহরের মাছপট্টি এলাকায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে ২ জন আহত Logo ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত! Logo খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক প্রশিক্ষণ!

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে মোট ১,১০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া আগামী ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে ভর্তির পর আগামী ২৫ জানুয়ারি ওরিয়েশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে যে, ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে ৩২০টি আসন (সাধারণ ৩০৩ ও কোটায় ১৭) রয়েছে। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ উভয় পরীক্ষার জিপিএ যোগফল কমপক্ষে ৮.০০ থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি হিসেবে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে স্থাপত্য ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে।
এছাড়াও, ‘বি’ ইউনিট বা জীববিজ্ঞান স্কুলের আওতায় মোট আসন রাখা হয়েছে ২৮১টি (সাধারণ ২৬৬ ও কোটায় ১৫)। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে এবং পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের অনুরূপ হবে।
‘সি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) মোট আসন সংখ্যা ৪১৫টি (সাধারণ ৩৯১ ও কোটায় ২৪)। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি  ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পাসে সম্মিলিত জিপিএ কমপক্ষে ৭.০০ প্রয়োজন। চারুকলা ডিসিপ্লিনের জন্য সাধারণ পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত লিখিত ও অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাছাড়াও, ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) অধীনে ৮৮টি আসন (সাধারণ ৮৩ ও কোটায় ৫) রয়েছে। এই ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও সুবিধার্থে এ বছর এ, বি, ও সি ইউনিটের পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছর ঢাকা, খুলনা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও, এ বছর নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে যুক্ত করা হয়েছে। ফলে এই তিনটি ইউনিটের পরীক্ষা মোট চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে, ডি ইউনিটের পরিক্ষা শুধু ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ku.ac.bd) পাওয়া যাবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

আপডেট সময় : ১১:২৭:৫৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে মোট ১,১০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া আগামী ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে ভর্তির পর আগামী ২৫ জানুয়ারি ওরিয়েশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে যে, ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে ৩২০টি আসন (সাধারণ ৩০৩ ও কোটায় ১৭) রয়েছে। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ উভয় পরীক্ষার জিপিএ যোগফল কমপক্ষে ৮.০০ থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি হিসেবে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে স্থাপত্য ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে।
এছাড়াও, ‘বি’ ইউনিট বা জীববিজ্ঞান স্কুলের আওতায় মোট আসন রাখা হয়েছে ২৮১টি (সাধারণ ২৬৬ ও কোটায় ১৫)। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে এবং পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের অনুরূপ হবে।
‘সি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) মোট আসন সংখ্যা ৪১৫টি (সাধারণ ৩৯১ ও কোটায় ২৪)। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি  ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পাসে সম্মিলিত জিপিএ কমপক্ষে ৭.০০ প্রয়োজন। চারুকলা ডিসিপ্লিনের জন্য সাধারণ পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত লিখিত ও অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাছাড়াও, ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) অধীনে ৮৮টি আসন (সাধারণ ৮৩ ও কোটায় ৫) রয়েছে। এই ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও সুবিধার্থে এ বছর এ, বি, ও সি ইউনিটের পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছর ঢাকা, খুলনা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও, এ বছর নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে যুক্ত করা হয়েছে। ফলে এই তিনটি ইউনিটের পরীক্ষা মোট চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে, ডি ইউনিটের পরিক্ষা শুধু ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ku.ac.bd) পাওয়া যাবে।