সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের ওপর আরোপিত সকল দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা বিএনপির প্যাডে উল্লেখ করেন, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে দলের নীতি ও শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করেন।
তার আবেদন বিবেচনা করে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যৌথভাবে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমোদন দেন।
এ বিষয়ে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় সিদ্ধান্তে পুনর্বহাল হওয়ায় মোঃ রেজাউল করিম জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







































