শিরোনাম :
Logo সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার Logo চুয়াডাঙ্গা পৌর শহরের মাছপট্টি এলাকায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে ২ জন আহত Logo ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত! Logo খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক প্রশিক্ষণ! Logo সম্পাদক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলেন তরুছায়া Logo মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় Logo নোবিপ্রবিতে শনাক্ত ১৩১ প্রজাতি বন্যপ্রাণী Logo শাহজাদপুরে দুই প্রবাসীর লাশ উদ্ধার Logo সিরাজগঞ্জের বিএনপি নেতা রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহার  Logo সিরাজগঞ্জে প্রাণিসম্পদের ব্যর্থ প্রকল্পে তিন কোটি টাকার সরঞ্জাম ঝুঁকিতে

খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক প্রশিক্ষণ!

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ অক্টোবর (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, গুণগত শিক্ষার মূলভিত্তি হলো সঠিক মূল্যায়ন ব্যবস্থা। ওবিই পদ্ধতিতে পাঠদান ও পরীক্ষার প্রশ্নপত্রের সরাসরি সামঞ্জস্য নিশ্চিত করতে হবে। অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য সিএলও এবং প্রশ্নপত্রের মধ্যে অ্যালাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন প্রক্রিয়া সুসংহত করা জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক-এর নির্দেশনা অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিন ইতোমধ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ করেছে। শীঘ্রই এসব ডিসিপ্লিনের জন্য চূড়ান্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়া হবে। এটি আমাদের শিক্ষার মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এছাড়াও অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কোর্স ক্রেডিট ব্যবস্থা চালু থাকলেও সেখানে প্রশ্নপত্র পরিমার্জনের নিয়মিত ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া খুব কম দেখা যায়। কিন্তু আমরা শুরু থেকেই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ওবিই ভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়াকে শক্তিশালী করতে চাই।
শিক্ষার্থীদের অর্জিত শেখার ফল যাচাইয়ে নির্ভুল, স্পষ্ট এবং দক্ষতাভিত্তিক প্রশ্ন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শিক্ষকসমাজকে সেই পদ্ধতিতে আরও সুসংহত করবে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, কোশ্চেন প্রিপারেশন ও মডারেশন বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন মডারেশনের কাজ শুরু হবে, তার পূর্বমুহূর্তে এই প্রশিক্ষণ তরুণ শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকরী হবে।
তাছাড়াও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পারসন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এবিএম রহমতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন ওবিই ফরম্যাট বেজড কোশ্চেন প্রিপারেশন এবং ওবিই গাইডলাইনস ফর কোশ্চেন মডারেশন বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার

খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক প্রশিক্ষণ!

আপডেট সময় : ১২:৩২:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ অক্টোবর (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, গুণগত শিক্ষার মূলভিত্তি হলো সঠিক মূল্যায়ন ব্যবস্থা। ওবিই পদ্ধতিতে পাঠদান ও পরীক্ষার প্রশ্নপত্রের সরাসরি সামঞ্জস্য নিশ্চিত করতে হবে। অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য সিএলও এবং প্রশ্নপত্রের মধ্যে অ্যালাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন প্রক্রিয়া সুসংহত করা জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক-এর নির্দেশনা অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিন ইতোমধ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ করেছে। শীঘ্রই এসব ডিসিপ্লিনের জন্য চূড়ান্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়া হবে। এটি আমাদের শিক্ষার মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এছাড়াও অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কোর্স ক্রেডিট ব্যবস্থা চালু থাকলেও সেখানে প্রশ্নপত্র পরিমার্জনের নিয়মিত ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া খুব কম দেখা যায়। কিন্তু আমরা শুরু থেকেই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ওবিই ভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়াকে শক্তিশালী করতে চাই।
শিক্ষার্থীদের অর্জিত শেখার ফল যাচাইয়ে নির্ভুল, স্পষ্ট এবং দক্ষতাভিত্তিক প্রশ্ন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শিক্ষকসমাজকে সেই পদ্ধতিতে আরও সুসংহত করবে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, কোশ্চেন প্রিপারেশন ও মডারেশন বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন মডারেশনের কাজ শুরু হবে, তার পূর্বমুহূর্তে এই প্রশিক্ষণ তরুণ শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকরী হবে।
তাছাড়াও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পারসন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এবিএম রহমতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন ওবিই ফরম্যাট বেজড কোশ্চেন প্রিপারেশন এবং ওবিই গাইডলাইনস ফর কোশ্চেন মডারেশন বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।