রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo ক্যান্সারে মৃত্যু খুবি শিক্ষার্থীর: চিকিৎসার অবশিষ্ট অর্থে ‘রাকিব স্মৃতি শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্ট’ গঠন Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা Logo শ্রোতাদের ভালোবাসায় সিক্ত তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের গান ‘আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল’ Logo বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা Logo মনোহরদীতে বিএজেএসএম মডেল কলেজে মেধাবৃত্তি পরীক্ষা দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ Logo মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা Logo হাদীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নোবিপ্রবিতে বিক্ষোভ Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ জন পাচারকারী আটক Logo কচুয়ায় র‍্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক Logo চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার মৃত্যুতে দোয়া

শাহজাদপুরে দুই প্রবাসীর লাশ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৭:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

প্রেমিকের দেওয়া গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে পারভীন আক্তার তানজিলা (১৯) নামের এক নববধুর বিরুদ্ধে। এছাড়াও একই দিন সেরাজুল ইসলাম (২৪) নামের একজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার ও স্বামী হত্যায় জড়িত থাকার দায়ে নববধু পারভীন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাদপুর উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী গ্রামের রাস্তার উপরে সেরাজুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মৃত সেরাজুল ইসলাম চর কৈজুরী গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।

অপরদিকে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের ভদ্রপাড়ায় প্রেমিকের ইন্ধনে তার দেওয়া গ্যাস ট্যাবলেট খাইয়ে আব্দুল করিম নামের এক ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে নববধুর বিরুদ্ধে। খবর পেয়ে  পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্ত নববধু তানজিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে নিহত ভ্যানচালক করিম মন্ডলের বাবা নবী হোসেন বলেন, একমাস পূর্বে পাবনা জেলার সাথিয়া উপজেলার চাঁদ তারা গ্রামের মৃত হাসেনের মেয়ে পারভীন আক্তার তানজিলার সাথে আমার ছেলেকে বিয়ে করানো হয়। সোমবার রাতে কৃমির ঔষধ খাওয়ার কথা বলে করিমকে গ্যাস ট্যাবলেট পান করায় তানজিলা। পরে বাইরে এসে ছেলে ছটফট করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে করিমের মৃত্যু হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: আসলাম আলী বলেন, খবর পেয়ে দ্রুত উভয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত সেরাজুলের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিন্হ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য শহীদের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় পৃথক ২টি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে মৃত্যু খুবি শিক্ষার্থীর: চিকিৎসার অবশিষ্ট অর্থে ‘রাকিব স্মৃতি শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্ট’ গঠন

শাহজাদপুরে দুই প্রবাসীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৭:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

প্রেমিকের দেওয়া গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে পারভীন আক্তার তানজিলা (১৯) নামের এক নববধুর বিরুদ্ধে। এছাড়াও একই দিন সেরাজুল ইসলাম (২৪) নামের একজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার ও স্বামী হত্যায় জড়িত থাকার দায়ে নববধু পারভীন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাদপুর উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী গ্রামের রাস্তার উপরে সেরাজুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মৃত সেরাজুল ইসলাম চর কৈজুরী গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।

অপরদিকে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের ভদ্রপাড়ায় প্রেমিকের ইন্ধনে তার দেওয়া গ্যাস ট্যাবলেট খাইয়ে আব্দুল করিম নামের এক ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে নববধুর বিরুদ্ধে। খবর পেয়ে  পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্ত নববধু তানজিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে নিহত ভ্যানচালক করিম মন্ডলের বাবা নবী হোসেন বলেন, একমাস পূর্বে পাবনা জেলার সাথিয়া উপজেলার চাঁদ তারা গ্রামের মৃত হাসেনের মেয়ে পারভীন আক্তার তানজিলার সাথে আমার ছেলেকে বিয়ে করানো হয়। সোমবার রাতে কৃমির ঔষধ খাওয়ার কথা বলে করিমকে গ্যাস ট্যাবলেট পান করায় তানজিলা। পরে বাইরে এসে ছেলে ছটফট করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে করিমের মৃত্যু হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: আসলাম আলী বলেন, খবর পেয়ে দ্রুত উভয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত সেরাজুলের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিন্হ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য শহীদের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় পৃথক ২টি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।