চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মোল্লা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লাকে পরাজিত করে তিনি সর্বাধিক ভোটে বিজয় অর্জন করেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কামরুজ্জামান। সভার কার্যক্রম পরিচালনা করেন ইউপি সচিব আবুল বাসার মুন্সী।
নির্বাচনে পরিষদের সকল সদস্য উপস্থিত থেকে ভোট প্রদান করেন। গোপন ব্যালটের মাধ্যমে ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে জাকির হোসেন মোল্লাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন প্রশাসক।
বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন—আমি সহকর্মী ইউপি সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছি। এ বিজয় শুধু আমার নয়, এটি জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। আমি এ ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করে যাব। ইউনিয়নের উন্নয়ন, বিচারিক কার্যক্রম ও জনসেবাকে আরও গতিশীল করতে সচেষ্ট থাকব।”
তিনি আরও বলেন,এখন থেকে ইউনিয়নের গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম প্যানেল চেয়ারম্যান হিসেবে আমার তত্ত্বাবধানে পরিচালিত হবে। আমি চাই ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার ও সেবা পায়।”
স্থানীয় এলাকাবাসী জানান, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই জাকির হোসেন মোল্লা সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, পানীয়জলের ব্যবস্থা ও সামাজিক উন্নয়নমূলক কাজে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্লা মৃত আব্দুল জব্বার মোল্লার পুত্র। তিনি ইউনিয়নের সফিবাদ গ্রামের একজন সৎ, জনপ্রিয় ও নিষ্ঠাবান জন প্রতিনিধি হিসেবে এলাকায় পরিচিত।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ইউপি সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত সবাই তার জন্য সফল মেয়াদ ও জনগণের কল্যাণ কামনা করেন।







































