আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সচেতনতামূলক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘কোনও মাত্রাই নিরাপদ নয়: সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’- এই স্লোগানকে সামনে রেখে ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবাল এর আয়োজনে এবং পিওর আর্থ বাংলাদেশ-এর উদ্যোগে সোমবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে শুরু হয়ে অপরাজিতা ও বিজয় ’২৪ হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়ুথনেট গ্লোবাল খুলনা জেলার সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ মুগ্ধ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব স্বর্ণকমল রায়, সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিনসহ আরও অনেকে।
পরে বক্তারা শিশুদের সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের ফলে বাতাস, পানি, মাটি, খাবার, খেলনা, রঙ এবং রান্নার সামগ্রীতে সিসা দূষণ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে শিশুদের স্নায়বিক ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর হুমকি।
বক্তারা অবৈধ সিসা ব্যাটারি রিসাইক্লিং কারখানা দ্রুত বন্ধ ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের কড়া নজরদারি বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সিসা দূষণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ ও পরিবেশবান্ধব শিল্পায়ন এখন সময়ের দাবি।
মানববন্ধনটি খুলনার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।







































