আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার মধ্যে পরীক্ষা না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সুন্দরভাবে দূর্গাপূজা উদ্যাপনের নিমিত্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে আগামী ২৮/০৯/২০২৫ এবং ২৯/০৯/২০২৫ তারিখে পরীক্ষা না নেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, দুর্গাপূজার মধ্যেই পরীক্ষা নেয়ার সময়সূচি থাকায় পরীক্ষা না নেয়ার দাবি জানিয়ে মঙ্গলবার ( ০৯ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান দিয়েছিলেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এসময় দূর্গা পূজার ছুটি বাড়ানো এবং পরবর্তীতে যেকোনো পূজার সময় পরীক্ষা না নেওয়ায় অনুরোধ জানিয়েছিলেন শিক্ষার্থরা।






















































