“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা বাজার শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. মো. এমদাদুল হক শাহারুল। পরিচালনা করেন ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুব বিভাগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রিজন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ণিমাগাতী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. মানছুর রহমান সিদ্দিকি (পল্লী মানছুর)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলী আহমাদ, বায়তুল মাল সম্পাদক সাজিদুল ইসলাম রোকন, যুব বিভাগের সহ-সভাপতি মো. গনি মিয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. আবু শামা হোসাইন, বায়তুল মাল সম্পাদক মো. শিহাব উদ্দিন ও সহকারী মো. শুরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সহকারী সেক্রেটারি মো. সিদ্দিকুল ইসলাম তোতা, মো. রাশিদুল ও মো. হিমোন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উল্লাপাড়া মডেল থানার কর্মকর্তারা।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক মারাত্মক ব্যাধি। তারা মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।













































