শুক্রবার | ৭ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo নবাব ফয়জুন্নেসার সমাধিতে নোবিপ্রবিয়ানদের শ্রদ্ধা Logo কয়রায় সুন্দরবনে অবৈধ প্রবেশ: তিন জেলে আটক, জব্দ নৌকা ও ৮০ কেজি কাঁকড়া Logo চাঁদপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা Logo কয়রা–পাইকগাছার উন্নয়নে জনগণের পাশে থাকার অঙ্গীকার মনিরুল হাসানের Logo জাতীয় বিপ্লব দিবসে ইবিতে শিক্ষক–শিক্ষার্থীদের র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ  Logo বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি Logo খুবিতে এআই ফর একাডেমিক এন্ড রিসার্চ এক্সিলেন্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু Logo একাডেমিক সংস্কারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা প্রস্তাব

চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দীর্ঘ ২ বছর পর উৎসব মূখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে পরাজিত করে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নানা কারনে একসময় খেলাধুলাটা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো সেটা আসলে হয় নাই। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ দেয়া, সেটাকে আমরা সামনে রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছি।

জেলা প্রশাসক বলেন,  দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, এটা হচ্ছে দীর্ঘদিনের ঝিমিয়ে পরা ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা মাধ্যম। কারন ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এরকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলের মেধাকে বিকশিত করে। আমি মনে করি আমাদের একটা যাত্রা শুরু হলো। আমরা চাই নতুন প্রজন্মরা বিভিন্ন অনিয়ম থেকে দূরে থেকে মাঠমূখী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামাতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সাল থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিলো। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠতি হয়েছিলো।

ছবির ক্যাপশন: চাঁদপুরের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবাব ফয়জুন্নেসার সমাধিতে নোবিপ্রবিয়ানদের শ্রদ্ধা

চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪৪:২৬ অপরাহ্ণ, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ২ বছর পর উৎসব মূখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে পরাজিত করে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নানা কারনে একসময় খেলাধুলাটা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো সেটা আসলে হয় নাই। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ দেয়া, সেটাকে আমরা সামনে রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছি।

জেলা প্রশাসক বলেন,  দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, এটা হচ্ছে দীর্ঘদিনের ঝিমিয়ে পরা ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা মাধ্যম। কারন ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এরকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলের মেধাকে বিকশিত করে। আমি মনে করি আমাদের একটা যাত্রা শুরু হলো। আমরা চাই নতুন প্রজন্মরা বিভিন্ন অনিয়ম থেকে দূরে থেকে মাঠমূখী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামাতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সাল থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিলো। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠতি হয়েছিলো।

ছবির ক্যাপশন: চাঁদপুরের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।