সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার এবং মতলব উত্তর উপজেলার দুইজন ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের মুখপাত্র তাহিদ হাওলাদার, সদস্য আব্দুল আজিজ মিরান মুন্সি।
চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা প্রবাসী হারুনুর রশিদ জানান, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ক্যান্সার রোগীর এই চিকিৎসা সহায়তা তারই ধারাবাহিকতা। এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যেগ মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি করে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করে। আমি সমাজের সকল বিত্তবানদের বিনীত অনুরোধ করবো আপনারা তাদের পাশে দাঁড়ান।
উল্লেখ্য: সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।
ছবির ক্যাপশন: চাঁদপুর সদর উপজেলার এবং মতলব উত্তর উপজেলার দুইজন ক্যান্সার রোগীর পাশে চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদ।










































