বৃহত্তর নরসিংদী ( মনোহরদী-বেলাব ) ৪ আসনে বিগত ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে আঞ্চলিক প্রশাসনে নানা অব্যবস্থা এবং সীমাহীন দুর্নীতির কারণে বিগত দিনে অত্র এলাকায় উন্নয়নের ছিটে ফোটা লক্ষ্য করা যায়নি। তাই অত্র এলাকার মানুষ এবার তাদের নেতা নির্বাচনে কোন ভুল করতে রাজি নন।
তাই তারা এবার যে মানুষটিকে তাদের আশা আকাংখ্যার মূর্ত প্রতীক হিসাবে ভাবছেন, তিনি বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
তাঁকে নিয়ে এলাকার জনগণের স্বপ্নের জাল বুনবার মূল কারণ, শাহাদত হোসেন বিপ্লব একজন শিক্ষিত মার্জিত বিনয়ী পরিচ্ছন্ন কৃষি বান্ধব মানুষ।
তাঁকে সর্বদাই দেখা গেছে সাধারণ জনগণের পাশে। প্রান্তিক মানুষদের সাথে নিয়ে বিগত দিনে এলাকার মজা ডোবা, নালা, খাল পরিস্কার করা,বাড়ি সংলগ্ন রাস্তা ঘাট সংস্কার, সুবিধা বঞ্চিত মানুষের নানা খারাপ সময়ে পাশে দাঁড়াবার দুঃসাহস একমাত্র তিনিই দেখাতে পেরেছেন।
আজো নানা সমস্যা নিয়ে তাঁর সাথে দেখা করতে আসা গণ মানুষের ঢল সেটাই প্রমান করে।
কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব সাম্প্রতিক এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ( এ্যাব ) এর সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এতো বড় অর্জন তাঁর বিগত দিনের পরিশ্রম ত্যাগ আর কর্ম দক্ষতার ফসল।
আর সে কারনে মনোহরদী বেলাব’র সর্বস্তরের মানুষ আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যোগ্য তারুণ্যের মনোনয়ন দাবির প্রতি এখন সোচ্চার।
ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব একজন লেখক গবেষক। বর্তমান কৃষি ব্যবস্থা এবং কৃষির আধুনিকায়ন নিয়ে দীর্ঘ দিন তিনি নিয়োমিত পত্র পত্রিকায় কলাম লিখে আসছেন।
আমরা জেনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের কৃষিকে আন্তর্জার্তীক মানের কৃষিতে রূপান্তর করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন। যা বিএনপির ৩১ দফার ২৭ দফায় স্পর্ষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে ।
আর সে কারনে কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সাথে নানা তথ্য উপাত্ত নিয়ে জনাব তারেক রহমান নিয়োমিত কথা বলেন। কৃষির সার্বিক উন্নয়নের নানা দিক নির্দেশনা দিয়ে গবেষণা চলমান রাখতে বলেন।
আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, বিগত ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে কৃষককে নানা ভাবে অবাঞ্চিত করে রাখা হয়েছে।
আর সে কারনে আজকের কৃষিকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে কৃষিকে নিয়ে গবেষণার কোন বিকল্প নেই। যে কাজটি কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব দীর্ঘদিন থেকে নির্লস ভাবে করে চলেছেন।
আর তাই আমরাও চাই এই যোগ্য তরুণ রাজনীতিক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব সংসদে আসুক। এদেশের মেরুদন্ড কৃষির উন্নয়ন নিয়ে তাঁর মেধা, গবেষণা লব্ধ ধারণা ও চর্চার প্রয়োগ ঘটিয়ে জনাব তারেক রহমানের কৃষি নিয়ে স্বপ্নকে বাস্তবায়িত করুক এবং এ দেশকে এগিয়ে নিতে সাধারণ জনগণের পক্ষে সংসদে কথা বলে দেশকে একটি সুস্থ্য গণতান্ত্রীক রাষ্ট্রের ধারা তৈরিতে নিজেকে যুক্ত রাখুক। তাতে দেশ হবে উন্নত, জাতী হবে ধন্য।












































