বর্জ্য দিয়ে তৈরি ভাসমান শহর !

0
34

নিউজ ডেস্ক:

প্লাস্টিকসহ নানা আবর্জনা গ্রাস করছে পৃথিবীকে। মানুষের ফেলা প্লাস্টিক পেটে গিয়ে প্রতিদিন মৃত্যু হচ্ছে লক্ষ লক্ষ প্রাণীর।

ভবিষ্যতে মানুষের বসবাসের জায়গা হতে পারে ভাসমান। একটি সাগরের মাঝে ভাসছে একটি শহর। আর সেই শহর তৈরি করা হবে আবর্জনা দিয়ে।

বেলজিয়ান আর্কিটেক্ট ভিনসেন্ট ক্যালেবাউটের অভিনব ডিজাইন সাড়া ফেলে দিয়েছে সারা দুনিয়ায়। কনসেপ্টটির নাম তিনি দিয়েছেন একোরিয়া।

প্রশান্ত মহাসাগরে ভাসমান আবর্জনা নিয়ে যখন চিন্তিত পরিবেশবিদরা, তখন ভিনসেন্ট ক্যালেবাউটের আইডিয়া ধরণীকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। শহরটিকে ঠিকঠাক তৈরি করতে পারলে ২০ হাজার বাসিন্দা অনায়াসে বসবাস করতে পারবেন সেখানে।