শনিবার | ১০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন Logo চাঁদপুরে কাচ্চি ডাইন ব্রাঞ্চে স্পেশাল র‌্যাফেল ড্র অনুষ্ঠিত Logo ৬নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি: ৪ পরীক্ষার্থী আটক Logo চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী Logo ব্যক্তিগত শুভেচ্ছা সফরে ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর Logo রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে পাইপলাইন ক্ষতিগ্রস্ত: রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ Logo আসন্ন নির্বাচনে মাধ্যমে দেশের মানুষ তাদের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবেন: ফাওজুল কবির খান Logo ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের বৈঠক Logo ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি: ৪ পরীক্ষার্থী আটক

গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও নকলসহ তাঁদের আটক করা হয়।
পুলিশ ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রের এবং একজন পলাশবাড়ী উপজেলার একটি কেন্দ্রের পরীক্ষার্থী।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কড়া নজরদারি চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহরের তিনটি পৃথক কেন্দ্রে তল্লাশি চালিয়ে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। তাঁদের শরীরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় অত্যন্ত ক্ষুদ্রাকৃতির ডিজিটাল ডিভাইস ও ব্লুটুথ উদ্ধার করা হয়।
অন্যদিকে, পলাশবাড়ী উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে সন্দেহভাজন এক পরীক্ষার্থীকে তল্লাশি করেন কক্ষ পরিদর্শক। পরে তাঁর কাছে ডিজিটাল ডিভাইস পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক পরীক্ষার্থীরা উন্নত প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে উত্তর সংগ্রহের চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলার প্রক্রিয়া চলছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “পরীক্ষা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পুলিশ অত্যন্ত তৎপর ছিল। জালিয়াতির চেষ্টা করায় তাৎক্ষণিকভাবে তাঁদের আটক করে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, আজ সকালে সারা দেশের মতো গাইবান্ধাতেও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে মেটাল ডিটেক্টর ব্যবহারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার ছিল।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি: ৪ পরীক্ষার্থী আটক

আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ণ, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও নকলসহ তাঁদের আটক করা হয়।
পুলিশ ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রের এবং একজন পলাশবাড়ী উপজেলার একটি কেন্দ্রের পরীক্ষার্থী।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কড়া নজরদারি চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহরের তিনটি পৃথক কেন্দ্রে তল্লাশি চালিয়ে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। তাঁদের শরীরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় অত্যন্ত ক্ষুদ্রাকৃতির ডিজিটাল ডিভাইস ও ব্লুটুথ উদ্ধার করা হয়।
অন্যদিকে, পলাশবাড়ী উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে সন্দেহভাজন এক পরীক্ষার্থীকে তল্লাশি করেন কক্ষ পরিদর্শক। পরে তাঁর কাছে ডিজিটাল ডিভাইস পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক পরীক্ষার্থীরা উন্নত প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে উত্তর সংগ্রহের চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলার প্রক্রিয়া চলছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “পরীক্ষা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পুলিশ অত্যন্ত তৎপর ছিল। জালিয়াতির চেষ্টা করায় তাৎক্ষণিকভাবে তাঁদের আটক করে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, আজ সকালে সারা দেশের মতো গাইবান্ধাতেও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে মেটাল ডিটেক্টর ব্যবহারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার ছিল।