স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (ঝিনাইদহ-মাগুরা) সাবেক এমপি ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি শাহানা রহমান রানী আর নেই। তিনি বুধবার (৬ জুলাই) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ছিলেন। ক’বছর আগে তিনি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিলেন।
শাহানা রহমান রানী ২০০১ সালে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা মহিলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ছিলেন। বুধবার দুপুরে ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা বেগম জানান, শাহানা রহমান রানী বেশ কিছুদিন ধরে ব্রেইন ষ্ট্রোক করে কোমায় ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি ইন্তেকাল করেন।
আজ বৃহস্পতিবার মরহুমার স্মরণে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মহিলা দল দলীয় কার্যালয়ে দোয়ার মাহফিলের আয়োজন করেছে।
এদিকে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা রহমান রানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও জেলা মহিলাদলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানান, তাঁর মৃত্যুতে দল একজন দক্ষ সংগঠককে হারালো।