খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়রা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটি-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামস উল আরেফিন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু ওয়াকিদ সাবির। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন- সহ-সভাপতি সৌমিত্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অপুর্ব রায়, সাংগঠনিক সম্পাদক তাকিয়া সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক প্রতাপ রায়, অর্থ সম্পাদক মহিন আলম, দপ্তর সম্পাদক রেদোয়ান উল্লাহ, প্রচার সম্পাদক চন্দ্রিকা সানা, ছাত্র বিষয়ক সম্পাদক আজমিরা সুলতানা, কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুল ইসলাম, জীবন মন্ডল, অহিদুজ্জামান সোহাগ, উজ্জ্বল মণ্ডল, নিলয় মণ্ডল।
নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি একটি শিক্ষার্থীদের সংগঠন, যা কয়রা উপজেলা থেকে আগত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ও পরিবেশগত সচেতনতায় ভূমিকা রাখাই নতুন কমিটির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করেন।
উল্লেখ্য, কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি প্রতিষ্ঠালগ্ন থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়রার শিক্ষার্থীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।






















































