ওবামার কর্মীদের বহাল রাখলেন ট্রাম্প !

0
35

নিউজ ডেস্ক:

ক্ষমতায় বসার আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, সদ্য সাবেক বারাক ওবামার নিযুক্ত কর্মকর্তাদের ২০ জানুয়ারির পর আর দেখতে চান না তিনি। এরমধ্যেই সবাইকে পদত্যাগ করতে হবে। তবে শপথ গ্রহণের পর সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন তিনি। ওবামার শাসনামলে নিযুক্ত বেশ কয়েকজন কর্মকর্তাকে তাদের পদ থেকে এখনই বরখাস্ত করছেন না ট্রাম্প। খবর কলকাতা টুয়েন্টিফোরের।

ট্রাম্পের কার্যালয় থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ পদে বহাল ৫০ জনেরও কর্মকর্তাকে আপাতত রহাল রাখা হচ্ছে তাদের নিজস্ব পদেই। এই তালিকায় রয়েছেন দেশটির উপ প্রতিরক্ষা সচিব রবার্ট ওয়ার্ক, ডিইএ প্রশাসক চাক রোসেনবার্গ , ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের ডিরেক্টর নিক রাসমুসেন ও রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টম শ্যানন।

নিজেদের পুরানো পদে বহাল থাকছেন আইএসআইএস দমনে আন্তর্জাতিক জোটে মার্কিন দূত, ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইনটেলিজেন্সসহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।