উত্তরায় মা-মেয়েকে গুলি করে ছিনতাই !

0
35

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় মা ও মেয়েকে গুলি করে সোয়া পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার এসআই মোহাম্মদ আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন, উত্তরার একটি ব্যাংক থেকে ৫ লাখ ১৭ হাজার টাকা উঠিয়ে প্রাইভেট কারে চেপে বাসার দিকে ফিরছিলেন ওই মা ও মেয়ে। উত্তরা ৩ নম্বর সেক্টরে ঢোকার পর মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তাদের গাড়ির গতিরোধ করে এবং গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।