মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার” Logo সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি ! Logo পৌর যুবদলের উদ্যোগে পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া মাহফিল Logo চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে – উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা Logo সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি !

 আওয়ামীলীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাকে বিএনপিতে যোগদান করানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সাতক্ষীরার রাজনীতি। যদিও স্থানীয় নেতাকর্মীদের তীব্র ক্ষোভ ও বিরোধীতার কারনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব তাদের সদস্যপদ স্থগিত করতে বাধ্য হয়েছেন।
জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাত ৯টায় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়কের সাতক্ষীরা শহরের বাড়িতে আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন আওয়ামীলীগের সাবেক এই দুই নেতা। এদের মধ্যে জমির হোসেন দরগাহপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়া অহিদুল ইসলাম খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন।
এদিকে, যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানান সমালোচনা। সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মনিরুজ্জামান মনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, দারুন অফার কতক্ষণ চলবে জানিনা পলাতক আওয়ামী লীগের ভাইয়েরা দ্রুত সাতক্ষীরা জেলা বিএনপির সাথে যোগাযোগ করুন।পোস্টের মন্তব্যের কলামে আসাদুল হক লাভলু লিখেছেন,বিএনপি কি নেতাকর্মী শূণ্য হয়ে গেল, এমডি রাজিব লিখেছেন, আজকে ফুলের তোড়া দিয়ে জাদের হাতে দিয়ে দলে যোগ দিচ্ছে তারায় একদিন এই নেতাদের গলায় জুতার মালা দিয়ে দল ত্যাগ করবে কারণ এরা ত্যাগ বোঝেনা এরা বোঝে টাকা, জুলফিকার আলী লিখেছেন  আওয়ামী লীগের সকল কর্মীদের সার্টিফিকেট দিচ্ছে জেলা বিএনপি আপনারা দ্রুত যোগাযোগ করুন কেউ লিখেছেন ২৫ লক্ষ টাকার দফারফা, কেউ লিখেছেন অনেক টাকার বিনিময়ে যোগদান করানো হলো বিএনপিতে এধরনের মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় নানা বিতর্ক।
অন্যদিকে ঘটনা জানাজানি হওয়ার ১১ জানুয়ারি সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। সেখানে“এধরনের যোগদান মানি না মানবো না”সহ বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা। এরপর ১১ জানুয়ারি রাত ১০টার পর জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত একপত্রে জানানো হয়, গত ১০ জানুয়ারি ২০২৬ আশাশুনি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এর হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহিদুল ইসলাম ও আওয়ামীলীগ সমর্থিক দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম জমির উদ্দিন গাজী। স্থানীয় পর্যায়ের আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে বিরূপ প্রতিক্রীয়া সৃষ্টি হওয়ায় পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত আপনাদের বিএনপিতে যোগদান কার্যক্রম জেলা বিএনপির আহবায়ক জনাব রহমাতউল্লাহ পলাশ এর নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এবিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, যোগদান করার পর বিতর্ক শুরু হওয়ায় তাদের যোগদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানে না বলে জানান।
খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি অহিদুল ইসলাম, বলেন বিগত সময়ে খাজরা ইউনিয়নের নির্বাচন করেছিলাম। সে সময় আওয়ামীলীগ না করলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। হয়রানি করা হচ্ছিল। হয়রানির হাত থেকে রক্ষা পেতে নামমাত্র কমিটিতে ঢুকেছিলাম। কিন্তু সেই কমিটি পাশ হয়নি। আমি যাতে এলাকায় গিয়ে নির্বাচন করতে না পারি সে কারনে সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ডালিমের ভাইয়েরা এটা নিয়ে চক্রান্ত চালাচ্ছেন।
আওয়ামীলীগ সমর্থিত দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন গাজী বলেন, আমি কখনো আওয়ামীলীগ করিনি। আমার কোন পদ পদবী ছিল না। কিন্তু আওয়ামীলীগ নেতাদের সাথে চলতাম। তবে স্থানীয়রা নেতারা তার দাবি উড়িয়ে দিয়ে বলছেন তিনি আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবিএম মোস্তাকিম গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন

সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি !

আপডেট সময় : ০৯:০৮:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
 আওয়ামীলীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাকে বিএনপিতে যোগদান করানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সাতক্ষীরার রাজনীতি। যদিও স্থানীয় নেতাকর্মীদের তীব্র ক্ষোভ ও বিরোধীতার কারনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব তাদের সদস্যপদ স্থগিত করতে বাধ্য হয়েছেন।
জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাত ৯টায় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়কের সাতক্ষীরা শহরের বাড়িতে আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন আওয়ামীলীগের সাবেক এই দুই নেতা। এদের মধ্যে জমির হোসেন দরগাহপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়া অহিদুল ইসলাম খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন।
এদিকে, যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানান সমালোচনা। সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মনিরুজ্জামান মনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, দারুন অফার কতক্ষণ চলবে জানিনা পলাতক আওয়ামী লীগের ভাইয়েরা দ্রুত সাতক্ষীরা জেলা বিএনপির সাথে যোগাযোগ করুন।পোস্টের মন্তব্যের কলামে আসাদুল হক লাভলু লিখেছেন,বিএনপি কি নেতাকর্মী শূণ্য হয়ে গেল, এমডি রাজিব লিখেছেন, আজকে ফুলের তোড়া দিয়ে জাদের হাতে দিয়ে দলে যোগ দিচ্ছে তারায় একদিন এই নেতাদের গলায় জুতার মালা দিয়ে দল ত্যাগ করবে কারণ এরা ত্যাগ বোঝেনা এরা বোঝে টাকা, জুলফিকার আলী লিখেছেন  আওয়ামী লীগের সকল কর্মীদের সার্টিফিকেট দিচ্ছে জেলা বিএনপি আপনারা দ্রুত যোগাযোগ করুন কেউ লিখেছেন ২৫ লক্ষ টাকার দফারফা, কেউ লিখেছেন অনেক টাকার বিনিময়ে যোগদান করানো হলো বিএনপিতে এধরনের মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় নানা বিতর্ক।
অন্যদিকে ঘটনা জানাজানি হওয়ার ১১ জানুয়ারি সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। সেখানে“এধরনের যোগদান মানি না মানবো না”সহ বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা। এরপর ১১ জানুয়ারি রাত ১০টার পর জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত একপত্রে জানানো হয়, গত ১০ জানুয়ারি ২০২৬ আশাশুনি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এর হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহিদুল ইসলাম ও আওয়ামীলীগ সমর্থিক দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম জমির উদ্দিন গাজী। স্থানীয় পর্যায়ের আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে বিরূপ প্রতিক্রীয়া সৃষ্টি হওয়ায় পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত আপনাদের বিএনপিতে যোগদান কার্যক্রম জেলা বিএনপির আহবায়ক জনাব রহমাতউল্লাহ পলাশ এর নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এবিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, যোগদান করার পর বিতর্ক শুরু হওয়ায় তাদের যোগদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানে না বলে জানান।
খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি অহিদুল ইসলাম, বলেন বিগত সময়ে খাজরা ইউনিয়নের নির্বাচন করেছিলাম। সে সময় আওয়ামীলীগ না করলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। হয়রানি করা হচ্ছিল। হয়রানির হাত থেকে রক্ষা পেতে নামমাত্র কমিটিতে ঢুকেছিলাম। কিন্তু সেই কমিটি পাশ হয়নি। আমি যাতে এলাকায় গিয়ে নির্বাচন করতে না পারি সে কারনে সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ডালিমের ভাইয়েরা এটা নিয়ে চক্রান্ত চালাচ্ছেন।
আওয়ামীলীগ সমর্থিত দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন গাজী বলেন, আমি কখনো আওয়ামীলীগ করিনি। আমার কোন পদ পদবী ছিল না। কিন্তু আওয়ামীলীগ নেতাদের সাথে চলতাম। তবে স্থানীয়রা নেতারা তার দাবি উড়িয়ে দিয়ে বলছেন তিনি আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবিএম মোস্তাকিম গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।