সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা, মাদক বিক্রির বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পলাশপোল এলাকার আমিনুর রহমানের পুত্র ইয়াসিন আরাফাত,কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রাকিব হোসেন,এবং নিউ মার্কেট এলাকার মকবুল হোসেনের পুত্র মুরাদ হোসেন।
সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন আরাফাতকে চিহ্নিত করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়।
সেনা ক্যাম্প আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত দেশীয় অস্ত্র এবং লাঠির মাধ্যমে সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। অভিযান শেষে গ্রেফতারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতারকৃত তিন আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।



















































