সিরাজগঞ্জ প্রতিনিধি:
দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটি।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি শওকত আলী। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর খান, সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শফি।
এছাড়াও কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এনজিও’র কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সচেতন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি সুনির্দিষ্ট কয়েকটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— সরকার যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা-বাণিজ্যে যুক্ত হবে না এবং সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি বা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করবে না। কস্ট প্লাস পদ্ধতির পরিবর্তে সরকার কেবল কস্ট বেসিসে মুনাফামুক্ত বিদ্যুৎ ও জ্বালানি সেবা প্রদান করবে।
এছাড়াও স্বল্পমেয়াদি পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি মিশ্রণে তরল জ্বালানির ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা, জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং তাদের কাছ থেকে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ দিয়ে ‘এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড’ গঠনের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ এর মৌলিক সংস্কার প্রয়োজন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন এবং নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের জন্য বৈষম্যহীন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ তসরুপ ও আত্মসাৎ হয়েছে। এ অর্থের পরিমাণ নির্ধারণ করে দায়ী ও লাভবান সকলের কাছ থেকে অর্থ ও ক্ষতিপূরণ আদায় করে তাদের জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনতে হবে।
কর্মসূচির একপর্যায়ে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
নজরুল ইসলাম
১৪-০১-২০২৬
০১৭১৮-৫১১৫৩৪.

























































