চাঁদপুর সদর থানার আওতাধীন ‘স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ এর উদ্যোগে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাদক আমাদের সমাজের ভয়ঙ্কর শত্রু। এর বিরুদ্ধে সামাজিকভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, স্কুল ও কমিউনিটি—প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। যদি আমরা এখনই সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও সমাজ বিপন্ন হবে।” তিনি আরও যোগ করেন, “মাদক প্রতিরোধ শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমাদের সকলের দায়িত্ব সন্তানদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।
সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত সবাই সক্রিয়ভাবে অংশ নিয়ে মাদক প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

























































