আরফান আলী, শেরপুর:
শেরপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম । এছাড়াও ডায়নামিক আইটির প্রতিষ্ঠাতা পরিচালক আবু সাত্তার রনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বিউটি আক্তার ও তৌহিদ আল হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক সভাপতি ইব্রাহিম খলিল এবং সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা নাজনিন।
এছাড়াও সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সজিব আহমেদ জয়, যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ, হিমেল সরকার ও সিফাত মিয়া, সদস্য সচিব মিনাল আহমেদসহ সদস্য রাসেল আহমেদ অনিক, মো. হৃদয় মিয়া, বিল্লাল পাটোয়ারী, মোবারক হোসেন হৃদয় এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিবৃন্দ সেবার আলো সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
কম্বল পেয়ে উপকারভোগী অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় কাজ করে একটি মানবিক সমাজ গড়ে তোলাই সেবার আলোর মূল লক্ষ্য।

























































