সাংবাদিক শিমুল হত্যা: ৫ আসামিকে রিমান্ডের আবেদন

0
34

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার গ্র্রেপ্তার পাঁচ আসামিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরের দিকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক ১৩ ফেব্রুয়ারি জামিনের জন্য শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), একই উপজেলার বারাবেরি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলমগীর, নলুয়া গ্রামের শুকুর আলীর ছেলে আরশাদ আলী, একই গ্রামের আব্দুল মতিনের ছেলে নাজমুল ও শক্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহির।

শাহজাদপুর থানার উপপরিদর্শক কমল সিং জানান, দুপুরে আসামিদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে শনিবার মামলার অপর আসামি মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই মিন্টুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।