মুন্সীগঞ্জ প্রতিনিধি:
‘অচেনা সেই আলোর হাত’ পড়া যাবে মাসিক বিক্রমপুর ও ঝিকুট পত্রে। বিক্রমপুরের তরুণ শিক্ষানবিশ গণমাধ্যম কর্মী ও সংগঠক আসিফ বাঁধনের লেখা অনুপ্রেরণামূলক গল্প “অচেনা সেই আলোর হাত” অতি শীঘ্রই একসাথে দুটি ম্যাগাজিনে প্রকাশিত হতে যাচ্ছে। পাঠকেরা গল্পটি পড়তে পারবেন মাসিক বিক্রমপুর ও ঝিকুট পত্র–এই দুটি জনপ্রিয় প্রকাশনায়।
লেখক আসিফ বাঁধন তার গল্পে তুলে ধরেছেন জীবনের এক বিশেষ অভিজ্ঞতা যেখানে ফেসবুকের একটি অচেনা মেসেজ তার জীবনকে বদলে দেয়। ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের হাত ধরে তিনি সাংবাদিকতা ও সমাজসেবায় যুক্ত হন, যা তাকে এক নতুন জীবনের পথে নিয়ে যায়।
গল্পটি শুধু ব্যক্তিগত অনুপ্রেরণাই নয়, বরং তরুণ সমাজের জন্য এক বাস্তব শিক্ষা সত্যের পথে হাঁটার সাহস ও অন্যের কল্যাণে কাজ করার তাগিদ।
দুটি ম্যাগাজিনেই গল্পটি অতি শীঘ্রই প্রকাশিত হবে, যা পাঠকেরা প্রিন্ট সংস্করণ ও অনলাইন প্ল্যাটফর্ম দুটোতেই উপভোগ করতে পারবেন।