নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এডহক কমিটির পরিচিতি সভা, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ এবং জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার তালুকদার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ আবু হাসিম তালুকদার, সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ কুদরত ই এলাহী শিশির, নির্বাহী সদস্য সোহেল রানা, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, ছোনগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরণ, রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মেম্বার, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু খান, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসান।
পরিচিতি সভা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে পাঠ্যবই তুলে দেওয়া হয়। পরে, জুলাই ও আগস্ট মাসে শহীদদের স্মরণে শহীদ রঞ্জু, শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন, শহীদ আব্দুর রশিদ ও শহীদ আব্দুল আলিমের নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।