সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ) দুপুর ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘১৬ হাজার টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ ফাইনাল অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে
ওয়াইরিয়ান্স স্পোর্টস একাডেমীর সহকারী কোর্স খোকনের পরিচালনা,।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক মহাসিন আলম। উপস্থিত ছিলেন, খানপুর ইয়ং স্টার ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই।
ফাইনাল খেলায় পরান্দা যুব সংঘের( ০) এবং রইসপুর আদর্শ যুব সংঘ ১টি গোল দিয়ে বিজয়ের গৌরব অর্জন করেন। উত্তেজনাপূর্ণ এই খেলাটি দর্শকদের মুগ্ধ করে। মাঠভর্তি দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশ্য শুরুতেই ধন্যবাদ জানাই খানপুর ইয়ং স্টার ক্লাবের নেতৃবৃন্দুদের, তিনি বলেন,যখন যুব সমাজ বিভিন্ন নেশায় আকৃষ্ট ও মোবাইল নামক গেম জুয়াই মেতেছে এবং গেম এর ভিতরে ডুবে আছে, ঠিক সেই মুহূর্তে মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই খেলার আয়োজন, খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন আপনারা এই পেশাকে ধরে রাখবেন এই খেলার মাধ্যমে দেশের সুনাম অর্জন করবেন। আগামীর তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোযোগী হবে, এটাই আমাদের প্রত্যাশা।