দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে “আমার ইউনিয়ন আমার দার্য়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ এবং একটি ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, ওয়ার্ল্ড ভিশনের ডিপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেড ডি ক্রুজ, সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডল, সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার (বীরগঞ্জ এপি) রবার্ট কমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, মোহনপুর, পালটাপুর, নিজপাড়া ও সুজালপুর ইউনিয়ন গুলোকে বাল্যবিবাহ ও সুজালপুর ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ৪টি ইউনিয়নে ১৯,১০৩ জন কিশোর কিশোরীকে সচেতন করা হয়েছে। সার্বিক ভাবে বিভিন্ন বিষয়ে সচেতনতায় কাজ করা হচ্ছে। সেই সাথে আগামীতে ২০২৭ সালের মধ্যে পুরো উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষনা করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।
সভার শুরুতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে দুস্থদের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।