খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) প্রশাসনিক ভবনের সভাকক্ষে আজ ০২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন এক্সেলারেশন এন্ড টেকনোলজি (হিট)’ প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য বৃহৎ পরিসরে গবেষণা করা প্রয়োজন। হিট প্রজেক্টের মাধ্যমে সেই সুযোগ সৃষ্টি হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি ও গভীরতা বাড়াবে এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, প্রজেক্ট পরিচালনায় শিক্ষকদের দায়বদ্ধ থাকতে হবে। কারণ এই অর্থ বিশ্বব্যাংকের ঋণ থেকে এসেছে, যা দেশের সাধারণ মানুষের ভ্যাট-ট্যাক্সের মাধ্যমে পরিশোধ করতে হবে। তাই গবেষণার অর্থ যেন যথাযথভাবে ব্যবহার হয় এবং মানুষের উপকারে আসে- সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এছাড়াও মতবিনিময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) শেখ মাহমুদুল হাসান, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান ও হিট প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
তাছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় শিক্ষকবৃন্দ হিট প্রজেক্টের সারসংক্ষেপ তুলে ধরেন এবং প্রপোজাল তৈরিতে উপাচার্যের দিকনির্দেশনা ও আইকিউএসির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ইউজিসিতে সারাদেশ থেকে হিট প্রকল্পের আওতায় মোট ১,৪৮১টি প্রজেক্ট প্রাথমিকভাবে জমা পড়ে। যাচাই-বাছাই ও প্রেজেন্টেশন শেষে মোট ১৫১টি প্রজেক্ট চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি প্রজেক্ট নির্বাচিত হয়।