চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিকে এক সংবর্ধনা অনুষ্ঠান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার বিকেলে উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ দেলোয়ার পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন— “কোন দুষ্কৃতিকারী আমাদের কর্মসূচিতে বাধা দিলে কচুয়া উপজেলা ছাত্রদল তা প্রতিহত করবে। প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের পক্ষে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিলন ভাইকে বিজয়ী করে এমপি বানানোই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরো বলেন, ২০১৭ সাল থেকে ইউনিয়ন ছাত্রদলের দায়িত্ব পালন করতে গিয়ে নানা মামলা-হামলার শিকার হয়েছি। তবুও ছাত্রদলকে নতুন করে সংগঠিত করতে হবে, নতুন কর্মী তৈরি করতে হবে এবং যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করে ছাত্রদলকে দুর্গে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ওসমান, প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক হাবীব ঢালী, বিতারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকারসহ আরও অনেকে।
সভায় পরিচালনা করেন ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজমুল ইসলাম রাফি। এছাড়াও বক্তব্য রাখেন বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ ইউসুফ বকাউল, সিনিয়র সহসভাপতি মোঃ ইকরাম মজুমদার, সহ-সভাপতি হাফিজুর রহমান সায়েম, সাধারণ সম্পাদক মোঃ রোকন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির হোসেন প্রমুখ।
এসময় নবগঠিত কমিটির প্রতিটি নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়। বক্তারা বলেন, ছাত্রদল একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে নতুন নেতৃত্ব তৈরি করবে এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে একইদিন বিকালে উত্তর শিবপুর বাজারে মিলন ভাইয়ের পক্ষে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ মিছিলে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা যোগদান করেন।