রুশ সেনাবাহিনী আজ বুধবার জানিয়েছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোব্রোপিলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে।
একসময়ের কয়লাখনির শহর দোব্রোপিলিয়া বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে।
মস্কো থেকে এএফপি জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের সুভোরোভো ও নিকানোরিকভা বসতিগুলো মুক্ত করা হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলকে মস্কো পিপলস রিপাবলিক হিসেবে উল্লেখ করে থাকে।


























































