চাঁদপুর সদর উপজেলার ৫২ টি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা পেল সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১২৫টি বাইসাইকেল।
উপজেলা পরিষদের তহবিলের আওতায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই বাইসাইকেল বিতরণ করেন।
বাইসাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। তারা জানান, দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে তাদের কষ্ট হতো। এখন সাইকেল পেয়ে সময় ও শ্রম দুই-ই বাঁচবে। অভিভাবকেরাও সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, ‘বাবার একটি বাইসাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই। অনেক সময় স্কুল শুরুর পর শ্রেণি কক্ষে ঢুকতে হত। কিন্তু এখন আর দেরি হবে না। প্রশাসন থেকে বাইসাইকেল পেয়েছি সেটা চালিয়েই সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারবো। ‘
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। দরিদ্রতা যেন তাদের পড়াশোনায় বাঁধা সৃষ্টি না করতে পারে তাই বাছাই করে ৫২টি বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। আগামীতে আরও দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী বলেন, গ্রামীণ এলাকার অবহেলিত শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সদর উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা এবং ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে।
প্রসঙ্গ, এই বাইসাইকেলের মাধ্যমে অনেকগুলো সূচক একসঙ্গে এগিয়ে নেওয়া যায়। প্রতিদিন বাইসাইকেলে চড়ে আসা-যাওয়া করলে মেয়েরা শারীরিকভাবে সক্ষমতা অর্জন করবে। অনেক ছাত্রীই এই বাইসাইকেল চালানো উপভোগ করবে। অনেক অভিভাবক তাদের মেয়েদের বাইসাইকেল কিনে দিতে আগ্রহী হবেন। শিক্ষার অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন বাড়বে। পাশাপাশি ঝরে পড়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঝরে পড়া রোধে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াতের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।